হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "তাহফুল-উকুল" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।
হাদিসটি নিম্নরূপ:
ইমাম মুসা কাজিম (আ.) বলেছেন:
مَنْ حَسُنَتْ نیتُهُ زیدَ فی رِزْقِهِ
যার নিয়ত ভালো হবে তার রিযিক বৃদ্ধি পাবে।
(তাহফুল-আকূল: পৃষ্ঠা ৩৮৮)